শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম বুলবুল আহমেদ। সুদর্শন নায়ক হিসেবে এবং অভিনয় গুণে দেশের যে কয়জন অভিনেতা সত্তর-আশির দশকে দর্শকের মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। এবার এই অভিনেতার বর্ণাঢ্যময় জীবন উঠে আসবে রূপালী পর্দায়। বুলবুল আহমেদের বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তার মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।
যেখানে থাকবে বুলবুল আহমেদের জীবনের গল্প, যে গল্পের পরতে পরতে উঠে আসবে বাংলা নাটক-সিনেমার নানা অধ্যায়ের ইতিহাস।
তবে তাড়াহুড়ো করে নয়, চিত্রনাট্য তৈরি করা থেকে শিল্পী নির্বাচনের কাজসহ বায়োপিকের খুঁটিনাটি সবকিছু ঐন্দ্রিলা করতে চান ‘সময় নিয়ে’।
বায়োপিক প্রসঙ্গে ঐন্দ্রিলা গণমাধ্যমকে বলেন, ‘বাবার এক বর্ণাঢ্য জীবন। উনার জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আমার আছে। যেহেতু বাবাকে নিয়ে আমি এর আগে তথ্যচিত্র নির্মাণ করেছি, গবেষণা করেছি, গানের অনুষ্ঠান করেছি। উনার প্রযোজনা প্রতিষ্ঠান নতুন করে শুরু করেছি। সেই জায়গা থেকে নতুন করে বাবার জিনিসপত্র দিয়ে একটি আর্কাইভ তৈরি করা এবং আমি যেহেতু ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি তাই একটা স্বপ্ন আছে উনাকে নিয়ে ফিল্ম তৈরি করার।’
তিনি বলেন, ‘সেই সিনেমা নির্মিত হবে উনার জীবনের গল্পে, চলচ্চিত্রের গল্পে। তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তুলে ধরা যায় সবই উঠে আসবে সিনেমায়।’
বায়োপিকের কাজ কবে শুরু হচ্ছে জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, ‘এখনো চলচ্চিত্রের কোনো কাজই শুরু হয়নি, পাণ্ডুলিপি বা চিত্রনাট্যের কাজ শিগগিরই শুরু হবে। চিত্রনাট্য শেষ করে হয়তো অভিনয়শিল্পী নিয়ে ভাবা হবে। বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ করতে চাই। নানা তথ্য সংগ্রহ করতে হবে। সিনেমাটি নিয়ে তাড়াহুড়ো নেই। সময় নিয়েই শুরু করতে চাই।’
বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা নিজেও অভিনেত্রী। পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা ও গানও করেন। ‘রূপনগর’, ‘মোহর আলী’, ‘জীবন কাহিনী’, ‘শেষ থেকে শুরু’, ‘অভিমানে অনুভবে’, ‘সাংসারিক ভালোবাসা’সহ বেশ কয়েকটি নাটক তিনি অভিনয় করেছেন। তবে এখন অভিনয়ে ঐন্দ্রিলার দেখা পাওয়া যায় না বললেই চলে।
অভিনয়ে অনিয়মিত হয়ে গেলেন কেন প্রশ্নে তিনি বলেন, ‘আমার নিজের চাকরি, সন্তান, পড়াশোনা সব মিলিয়ে খুব একটা সময় হয়ে উঠত না। যেহেতু আমি অভিনয়টা শখে করতাম, তাই পেশা হিসেবে নিলে হয়তো নিয়মিত দেখা যেত।’
তবে ওটিটি অধ্যায় শুরুর পর ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, এমনকি একক নাটকের প্রস্তাবও পাচ্ছেন বলে জানিয়েছেন ঐন্দ্রিলা। তার ভাষ্যে, ‘যদি মনমত হয় গল্প, প্রোডাকশন সব কিছু ভালো হয়, তাহলে হয়তো আবারও পর্দায় দেখা যেতে পারে।’
বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকার আগামসি লেনে। তার আসল নাম তাবারক আহমেদ, তার বাবা-মা ডাকতেন বুলবুল নামে। ঢাকার কলেজিয়েট স্কুল, সিলেট এমসি কলেজ, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুলবুল আহমেদের পড়াশোনা। এমসি কলেজে পড়াশোনার সময় মঞ্চনাটক ‘চিরকুমার সভা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পড়াশোনা শেষে ব্যাংকে চাকরি জীবন শুরু এই অভিনেতার।
১৯৫৮ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু বুলবুল আহমেদের। আবদুল্লাহ আল-মামুনের ‘পূর্বাভাস’ নাটক দিয়ে টেলিভিশনে তার অভিষেক হয় ১৯৬৮ সালে। ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’, ‘ইডিয়ট’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘তোমাদের জন্য ভালোবাসা’, ‘তুমি রবে নীরবে’, ‘টাকায় কি না হয়’, ‘মালঞ্চ’, ‘হৈমন্তী’, ‘এইসব দিনরাত্রি’, ‘সারাদিন বৃষ্টি’, ‘রূপনগর’, ‘সারাবেলা’সহ তিন শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বুলবুল আহমেদ।
জহির রায়হানের উপন্যাস ‘বরফ গলা নদী’তে অভিনয় করে নজরে আসেন তিনি। ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’তে তার অভিনয়ের প্রশংসা দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশি দেশ ভারত পর্যন্ত পৌঁছে যায়।
মঞ্চ ও টেলিভিশনের নাটকে ব্যস্ততার জন্য এর মধ্যে ১০ বছরের ব্যাংকিং পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি।
বুলবুল আহমেদ সিনেমায় নাম লেখান ১৯৭৩ সালে, আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘মহানায়ক’, ‘ওয়াদা’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দেবদাস’, ‘ভালো মানুষ’, ‘বদনাম’, ‘দুই জীবন’, ‘দীপু নাম্বার টু’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ইত্যাদি। এর মধ্যে পরিচাক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় দারুণ খ্যাতি কুড়ান বুবলবুল আহমেদ।
অভিনয়ের জন্য বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
তার স্ত্রী ডেইজি আহমেদও অভিনয় করেছেন বিভিন্ন নাটক সিনেমায়। এই দম্পতির তিন সন্তান।
২০১০ সালের ১৫ জুলাই মারা যান এই অভিনেতা।