সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে একসাথে তিন কন্যা সন্তানের জন্মলাভ

শেরপুরে একসাথে তিন কন্যা সন্তানের জন্মলাভ

শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শেরপুরে একসাথে তিন কন্যাসন্তান জন্ম দিলো লাবনী নামের এক গৃহবধূ। লাবনী আক্তার পৌরশহরের গোসাইপাড়া এলাকার সাকিল খানের স্ত্রী। গত বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হয় শাকিল ও লাবনী দম্পতির তিন কন্যা শিশু। এই তিন কন্যা সন্তানের নাম রাখা হয়েছে হোমায়রা, লাবীবা ও আফিফা। বর্তমানে তারা সবাই সুস্থ্য রয়েছে। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ওই পরিবারে।
মহান আল্লাহতায়ালার সৃষ্টির শ্রেষ্ঠ উপহার হলো কন্যা সন্তান। কন্যাসন্তান মা-বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে। তাইতো পবিত্র কোরআনে কন্যা সন্তানের আগমনকে ‘সুসংবাদ’ বলা হয়েছে। সৃষ্টিকর্তার শ্রেষ্ট নিয়ামত কন্যা সন্তান। কন্যা সন্তানের মাধ্যমে মহান আল্লাহ পরিবারে সুখ ও বরকত দান করেন। তাই তিন কন্যা ভূমিষ্ঠ হওয়ায় অত্যন্ত উৎফুল্ল শাকিল ও লাবনী দম্পতি।
শাকিল-লাবনী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন একসাথে তিন কন্যাসন্তান হওয়ায় অত্যন্ত আনন্দিত। তাদের শিশু তিনটিকে দেখতে প্রতিদিন ভীড় করছেন স্থানীয়রা। সকলের মাঝে বইছে আনন্দের বন্যা।
২০২২ সালের মে মাসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে দুই বছর সুখের সংসারে শাকিল ও লাবনী দম্পতির ঘরে প্রথম তিন কন্যাসন্তান হোমায়রা, লাবীবা ও আফিফা। তিন কন্যা সন্তানের বাবা শাকিল খান জানান, আমি বরাবরই আল্লাহর কাছে কন্যাসন্তান চেয়েছিলাম। মহান আল্লাহ যে আমাকে এক সাথে তিনটি কন্যা দান করবেন আমি তা কল্পনাও করতে পারিনি। মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ্য রাখে সবাই এই দোয়া করবেন।

Check Also

বগুড়ায় পিকআপ থেকে গাঁজা উদ্ধার, আটক ২

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‍্যাবের অভিযানে একটি মিনি পিকআপ ৩৩.২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fifteen =

Contact Us