সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / একসঙ্গে মঞ্চ মাতালেন আঁখি-মুন্নী

একসঙ্গে মঞ্চ মাতালেন আঁখি-মুন্নী

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী।

চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস।

এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো।

অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো।

অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার।

বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

সংগীতশিল্পী আঁখি আলমগীর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি।

অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

Check Also

ডিভোর্সের এক বছর পরীমণির, শুকরিয়া আদায়

শেরপুর নিউজ ডেস্ক: চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছরপূর্তিতে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + six =

Contact Us