সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / মিরাজ-সাকিবে থর থর করে কাঁপছে টিম ইন্ডিয়া!

মিরাজ-সাকিবে থর থর করে কাঁপছে টিম ইন্ডিয়া!

 

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসকে দুমড়ে-মুচড়ে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্য গ্রিন ম্যানদের বাংলাওয়াশ করেছে লাল-সবুজেরা। তাই শান্ত-মুমিনুলদের পারফরম্যান্সকে ‘নাইস এন্ড অ্যাট্রাকটিভ’ বলাই যায়।

এবার প্রতিপক্ষ ভিন্ন। ভারতের বিপক্ষে দুই যুগ ধরে অধরা জয়ের অপেক্ষায় টাইগাররা। স্বভাবতই প্রশ্ন জেগেছে বিরাট-রোহিতদের বিপক্ষেও ইতিহাস গড়া সম্ভব কি না! তবে এজন্য মেলাতে হবে নানান জটিল সমীকরণ।

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সফরকারীরা। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় টিম-টাইগার্স।

দ্য গ্রিন ম্যানদের নাকানি-চুবানি খাওয়াতে বড় ভূমিকা টাইগার বোলারদের। ৪ ইনিংস মিলিয়ে ৩৬ বার স্বাগতিক ব্যাটারদের আউট করে টাইগাররা। এর মধ্যে সর্বোচ্চ ১০ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট নিজের ঝুলিতে পুরে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ নেন হাসান মাহমুদ। এ ছাড়া নাহিদ রানা ৬, সাকিব ৫, তাসকিন ৪ এবং শরিফুল ৩ উইকেট শিকার করেন।

স্পিন ও পেস ইউনিট আলাদা করলে পেসাররা ২১টি উইকেট নিয়েছেন । আর মিরাজ-সাকিবের ঝুলিতে গেছে ১৫ উইকেট। পাকিস্তানে সাধারণত পেসবান্ধব উইকেট হয়ে থাকে। এর মধ্যেও দাপট দেখান সাকিব-মিরাজ। অন্যদিকে ভারতে সাধারণ স্পিন উইকেট দেখা যায়। এখন প্রশ্ন হলো- ভারতেও কি দাপট দেখাবেন স্পিনাররা।

সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিসিআই। ম্যান ইন ব্লু’দের প্রথম সাতে কারা ব্যাট করতে পারেন, সেই ধারণায় সময় পাচ্ছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। এজন্য দল ঘোষণায় আরও দু’দিন সময় নিতে চায় বাংলাদেশ। তাই ওই মামা চালাইয়া দেন, পথে না হেঁটে গবেষণা নির্ভর কিছুর অপেক্ষায় টাইগার ভক্তরা।

বাঁ-হাতি স্পিনারদের বিপক্ষে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ব্যাটাররা খুব একটা দাপট দেখাতে পারেননি। তাই রোহিত-কোহলিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভোগাতে পারেন সাকিব আল হাসান। সবকিছু বিবেচনায় মেহেদীর সঙ্গে তাইজুল ইসলামকেও স্কোয়াডে দেখা যেতে পারে। এখন দেখার অপেক্ষা, বিসিবি আসলে কোন পথে হাঁটে!

সূচি অনুযায়ী, চেন্নাইয়ে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Check Also

দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। তবুও এখনো দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =

Contact Us