শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের গড়ের বাড়ি গ্রামের দুই পক্ষের পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্তের জের ধরে সংঘর্ষে বাড়িঘর ভাংচুরসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আব্দুল মজিদ শেখ বাদি হয়ে শেরপুর থানায় সোমবার রাতে থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্তরা হলেন, গড়েরবাড়ি গ্রামের মোখলেছুর রহমান (৪০), শামীম শেখ (৩৬), মো: জামাল শেখ (৪৮), রিদয় শেখ (২৪) মিন্নাত শেখ (৪৭), তোতা শেখ (৪২), লাল চান (৩০), আলিম শেখ (৪০)। অন্যদিকে মোখলেছুর রহমানও বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করে।
আব্দুল মজিদ শেখের অভিযোগ সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দির্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছে। গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আদালতের রায়কে অমান্য করে বিবাদি সামিম হোসেন, আব্দুল আলিম বাড়ি ইট দিয়ে বাড়ি নির্মানের কাজ শুরু করে। এ সময় আব্দুল মজিদ তাদেরকে বাড়ি নির্মানের কাজ করতে নিষেধ করে। তখন তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভংচুর করে। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয় । আহতরা হলেন, নাছিম উদ্দিন (৩০), রুবি খাতুন (৩৮), আতিকুর রহমান (২৬), আবুল কালাম আজাদ (৩৭), জিহাদ হোসেন (২৩), আমজাদ হোসেন (৩৪), তারা সকলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার রয়েছে।
আব্দুল মজিদ শেখ ও তার পরিবারের লোকজন জানান, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে দ্বন্দ হলেও আদালত থেকে আমরা ২৩ এপ্রিল ২০২৩ সালে রায় পাই। ১২ মার্চ ২০২৩ সাল পর্যন্ত খাজনা খারিজ পরিশোধ করেছি। হঠাৎ করে সামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি নির্মানের কাজ শুরু করে আমরা তাদেরকে বলেছি আদালতের রায় নিয়ে এসে বাড়ির কাজ শুরু কর। এ কথা বলায় তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ ৬জনকে আহত করেছে। আমরা দুইদিন যাবৎ অন্ধকারে আছি আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তহীনতায় ভূগছি। যেকোন মহুর্তে আমাদের উপর আবারও তারা হামলা চালাতে পারে।
অপর পক্ষ মোখলেছুর রহমান বলেন, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছে। একবার আমরা রায় পাই, একবার আব্দুল মজিদ শেখ রায় পাই। এভাইে দির্ঘদিন ধরে এ দ্বন্দ চলে আসছে। গত সোমবার সামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি সংস্কার করতে নিলে তারা বাধা দিতে আসে। এ নিয়েই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আমাদেরও ৩ জন আহত হয়েছে।
এ ব্যাপারে শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদালতের রায় না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার কথা বলো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।