শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা হাটের দেড় শতক সরকারি খাস জায়গায় প্রভাবশালী কর্তৃক দখল নিয়ে ব্যক্তিগত অফিস ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ বিলহামলা হাটের সরকারি দেড় শতক খাস জায়গায় প্রভাবশালী ব্যক্তিগত অফিস ঘরের নামে অবৈধভাবে দখল করে টিন দ্বারা ঘর নির্মাণ করেছেন উত্তর বিলহামলা গ্রামের দুলু মিয়ার ছেলে সবুজ মিয়া, সুমন মিয়া।
এঘটনায় দ্রুত উচ্ছেদ চেয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীরা বুধবার উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, হাটের সরকারি জায়গা দখল করে নেয়া অত্যন্ত দু:খজনক ব্যাপার।
এতে হাটের জায়গা সংকোচিত হয়েছে। আবার হাটের জায়গা বেদখল হলে পণ্য সামগ্রী কেনাবেচা করতে সমস্যার সম্মুখীন হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।