শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সোয়া দুইটায় নিজ গ্রাম শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামস্থ হযরত শাহবন্দেগী (রহঃ) মাজার সংলগ্ন ঈদগাঁহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের হাসপাতাল রোডস্থ পৌরসভা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির নেতা খাদেমুল ইসলাম খাদেম, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ, তাঁর পুত্র আসিফ সিরাজ সানভী এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।