সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো: রিয়াদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়।

শুক্রবার বিকেলে বগুড়া সদরের কৈচড় স্কুল মাঠে একদল যুবক তাকে ছুরিকাহত করে। এরপর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে রিয়াদ মারা যায়। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো: রিয়াদ কৈচড় মধ্যপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই লালন জানান, শুক্রবার বিকেলে কৈচড় স্কুল মাঠে সদরের মালগ্রাম ও কৈচড় গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে মালগ্রামের ফুটবল দল এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দর্শকদের মাঝে হট্রগোল বাধে এবং তা মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়। এ সময় ছুরিকাঘাতে রিয়াদসহ মোট ৬ জন আহত হয়।

আহতদের মধ্যে রিয়াদ ও সিয়ামকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৮ টার দিকে রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Check Also

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =

Contact Us