Home / মিডিয়া / সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা,ক্র্যাবের প্রতিবাদ ও নিন্দা

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা,ক্র্যাবের প্রতিবাদ ও নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক:
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক হত্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

পেশাদার সাংবাদিকদের এ ধরনের হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান তারা।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ভাসানটেক থানায় ২৫ সাংবাদিককে আসামি করে হত্যা মামলা করা হয়। এ মামলায় ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল বারী নয়ন ১৯ নম্বর আসামি ও ডিআরইউর সদস্য সৈয়দ শুক্কুর আলী শুভকে ২৭ নম্বর আসামি করা হয়।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে ক্র্যাব নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে আরও অনেক পেশাদার সাংবাদিকের নামে মামলা হয়েছে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে অধিকতর যাচাই করা উচিত বলে মনে করে ক্র্যাব।

ক্র্যাব নেতারা মনে করেন, ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে।

যাচাই ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় ক্র্যাব বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

কোনো সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে লাভবান হওয়ার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে তা যেমন তদন্ত হওয়া প্রয়োজন, তেমনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করা উচিত বলে মনে করেন ক্র্যাব নেতারা।

Check Also

সাংবাদিকদের পক্ষপাতিত্ব ছাড়া কাজ করার অধিকারকে সমর্থন করে রাশিয়া

শেরপুর নিউজ ডেস্ক: পক্ষপাতিত্ব ছাড়া সাংবাদিকদের কাজ করার অধিকারকে সমর্থন করে রাশিয়ান হাউস ইন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Contact Us