শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘রংধনু’৮৯-এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আমিনুর রহমান মোহন ও সৈয়দ আব্দুল মতিন। শুক্রবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাধারণ সভা শেষে সংগঠনটির সদস্যরা গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করেন।
১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে নির্বাচিত অপর নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি: গোলাম রব্বানী সেতার, সহ-সাধারণ সম্পাদক: শামীমূল রেজা শামীম, সাংগঠনিক সম্পাদক: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ: হাসান আরিফ চঞ্চল, দপ্তর ও প্রচার সম্পাদক: শাহীনুজ্জামান শাহীন এবং নির্বাহী সদস্য: আজাদুল ইসলাম আজাদ, হারুণ-উর রশিদ হারুণ, আইনুল হক পলাশ এবং শহিদুল হক খন্দকার শামীম। নির্বাচনে দেশের নানাপ্রান্তে অবস্থানকারী সদস্যরা অনলাইনে তাদের ভোট প্রদান করেন।
এর আগে রংধনু’৮৯ এর আহবায়ক গোলাম রব্বানী সেতারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পৃথকভাবে উপস্থাপন করা হয়। আলোচনা শেষে তা গৃহিত হয়। সভায় আসছে শীতে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।