শেরপুর নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ঠিক এ কারণে ‘এ’ দলের সিরিজ হলেও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে এ সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ। দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম এবং শামীমা সুলতানার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও।
রোববার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে।
সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ।
সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।