Home / অপরাধ জগত / রংপুর খাদ্য গুদামের কোটি টাকার চাল-গম আত্মসাৎ

রংপুর খাদ্য গুদামের কোটি টাকার চাল-গম আত্মসাৎ

শেরপুর নিউজ ডেস্ক:

রংপুর সদর সরকারি খাদ্য গুদামে থাকা কোটি টাকা মূল্যের চাল ও গম আত্মসাৎ করার অভিযোগে ওসি এলএসডি (খাদ্য গুদাম কর্মকর্তা) কানিজ ফাতেমার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক।

ঘটনা জানাজানি হবার পর পরেই গা ঢাকা দিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর এলএসডির একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে কানিজ ফাতেমা রংপুর সদর এলএসডি গুদামের প্রধান কর্মকর্তা হিসেবে দেড় বছরেও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে তিনি কোটি টাকা মূল্যের চাল ও গম কালোবাজারে বিক্রি করে দিয়ে পুরো টাকা আত্মসাৎ করেন। বিষয়টি দীর্ঘদিন ধরে তিনি ও খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা ধামাচাপা দিয়ে আসছিলেন। সরকারি খাদ্য গুদামের চাল ও গম লোপাট করার ঘটনা বেশ কিছুদিন ধরে কানাঘুষা চলে আসলেও ওসি এলএসডি হিসেবে কানিজ ফাতেমা বিভিন্ন ভাবে ম্যানেজ করে ধামাচাপা দিয়ে আসছিলেন।

এদিকে সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হিসেবে কানিজ ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করা হয় তার স্থলে নুরন্নবী বাবুকে ওসি এলএসডির দায়িত্ব দেয়া হয়। কিন্তু বদলির আদেশ পাবার পরেও কানিজ ফাতেমা তার দায়িত্ব হস্তান্তরে গড়িমসি শুরু করলে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের সন্দেহ হয়। তিনি রংপুর সদর এলএসডির খাদ্য গুদামের খাদ্য মজুতের পরিমানসহ সার্বিক বিষয় তদন্ত করার জন্য তারাগজ্ঞ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইছ উদ্দিনকে আহ্বায়ক পীরগজ্ঞ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য সরকারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন ২ সেপ্টেম্বর তারিখে।

তদন্ত কমিটি গুদামের মজুতসহ সার্বিক বিষয় তদন্ত করতে গিয়ে বিপুল পরিমান চাল ও গমের মজুত কম পান। তারা পুরো বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানিয়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর খাদ্য গুদামের খাদ্য মজুতের পরিমানসহ সার্বিক বিষয় তদারক জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য দাবি জানিয়ে লিখিত ভাবে জানান। কিন্তু জেলা প্রশাসনে ম্যাজিস্ট্রেট সংকট থাকায় আবারও জেলা খাদ্য নিয়ন্ত্রক তদন্ত কমিটিকেই মজুতসহ সার্বিক বিষয় তদন্ত করার দায়িত্ব দেয়।

তদন্ত কমিটি নিবিড় ভাবে তদন্ত করে সদর খাদ্য গুদামে ১শ’ ৪৪ মেট্রিক টন এবং ৭শ’ ৪৪ কেজি চাল এবং ৩শ’ ১৭ কেজি গম কম পান। যার অনুমানিক মূল্য কোটি টাকারও বেশি। বিপুল পরিমান চাল ও গম খাদ্য গুদাম কর্মকর্তা অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় কালোবাজারে বিক্রি করে আত্মসাৎ করেছেন মর্মে নিশ্চিত করে গত ১২ সেপ্টেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে।

এ ব্যাপারে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী মাসে অন্তত দুবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিনে খাদ্য গুদামে এসে খাদ্যের মজুত ঠিক আছে কিনা পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র সরকার ৬ মাস ধরে রংপুর সদর খাদ্য গুদামের তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি ৬ মাসে ১২ বার তার খাদ্য মজুতের পরিমান নিশ্চিত হবার কথা কিন্তু তিনিও খাদ্য কর্মকর্তা কানিজ ফাতেমার দ্বারা ম্যানেজ হয়েছেন। তা না হলে আরও আগে এ ঘটনা জানাজানি হবার কথা।

এ ছাড়াও গত এক বছরে যারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন তারাও একই ভাবে ম্যানেজ হয়েছেন অথবা চাল ও গম আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক রইছ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ প্রতিনিধিকে জানান ৫ সদস্যের তদন্ত কমিটি নিবিড় ভাবে খাদ্য মজুত পরিস্থিতি ও পরিমান পরীক্ষা করে কোটি টাকা মূল্যের চাল ও গম কম পেয়েছেন যা আত্মসাৎ করা হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। পুরো বিষয় তাদের প্রতিবেদন জেলা খাদ্য নিয়ন্ত্রককে লিখিত ভাবে প্রদান করেছেন বলে জানান।

এদিকে সদর খাদ্য গুদামের কোটি টাকা মূল্যের চাল ও গম আত্মসাতের খবর জানাজানি হবার পর খাদ্য গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমা গা ঢাকা দিয়েছেন।

সার্বিক বিষয়ে জানতে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি (ওসি তদন্ত) শাহ আলম সরদারের সঙ্গে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তবে এটি দুদক সিডিউল ভুক্ত হওয়ায় ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আমার দুদক রংপুর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।

Check Also

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =

Contact Us