Home / রাজনীতি / ৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে: উপদেষ্টা আসিফ

৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে: উপদেষ্টা আসিফ

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো তদবির নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, প্রতিদিন তার সঙ্গে ৫০ জন দেখা করতে এলে, তাদের ৪৮ জনই আসেন বিভিন্ন ধরনের তদবির নিয়ে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’

রাষ্ট্র গঠনে পরামর্শ চেয়ে তিনি লিখেন,‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান, তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায়, সে পরামর্শ দিন।’

এর আগে গত ৮ আগস্ট ব্যক্তিগত লাভের আশায় আবদার-তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছিলেন, ‘এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।’

Check Also

সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us