শেরপুর নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দীন (৫০) নামে এক দিন মজুর বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পলাতক আছে তার দুই ছেলে ও তার স্ত্রী।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পিঁয়াজু পাড়া গ্রামে মারধরের ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন ওই গ্রামের মৃত টেপুর ছেলে।
ঘটনার সততা নিশ্চিত করে পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান কালবেলাকে বলেন, দুই ছেলের মারধরে বাবা মারা বাবা গেছে। ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দিয়েছি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল উদ্দীন (২৫) ও সাইফুল ইসলাম (২০) তার বাবাকে মাঠে কাজ করা অবস্থায় বাসায় ডেকে এনে মারধর করে। পরে বিকেলে নাজিম উদ্দীন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লি চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে নাজিম উদ্দীনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলছেন, মৃত অবস্থায় দিনমজুরকে নিয়ে আসে হাসপাতালে। মৃত ঘোষণার পরেই আবার নিয়ে চলে যায়।
ছোট ছেলে দুলাল হোসেন জানান, বাবা মারা গেছেন শুনে বাড়িতে এসেছি। কী হয়েছে দিনভর কিছুই জানি না। মাকেও ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছি না।
নিহত নাজিমের চাচাতো বোন মুক্তা ও চাচি মাসুমা বলেন, নাজিম উদ্দীনকে মারধরের সময় কাছে এলাকার কাউকে যেতে দেয়নি। তার স্ত্রী দাওয়াতে গেছিল। সঠিক সময়ে চিকিৎসা হলে হয়ত নাজিম উদ্দীন বেঁচে যেত।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।