শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে আছির প্রামানিক আসিফ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয় এলাকাবাসী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে একজন। পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে চোরকে ধাওয়া করে। এতে চুরি করতে আসা ৪ জনের মধ্যে ৩ জন পালিয়ে যায়। এ সময় পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে গ্রামবাসী আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গণপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করা হবে।