শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার মাথাইলচাপড় গ্রামে বৈদ্যুতিক পোল থেকে বুধবার ভোর রাতে গভীর নলকুপের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ট্রান্সফরমার চুরির আতঙ্কে রয়েছে সেচপাম্প মালিকরা।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা ২০১৬ সালে মাথাইলচাপড় মৌজায় ৪২৪ দাগে গভীর নলকুপ স্থাপন করেন। পরবর্তীতে সেখানে সেচকাজের জন্য বিদ্যুত সংযোগের প্রয়োজন হয়। সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের প্রেক্ষিতে যথারীতি সেখানে বৈদ্যুতিক পোল স্থাপন করে টিএসটি ব্রান্ডের ১০ কেভি ভোল্টের দুটি ট্রান্সফরমার স্থাপন করে। এমতাবস্থায় বুধবার ভোররাতে ওই পোল থেকে ট্রান্সফরমার দুটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দেড়লাখ টাকা বলে ভুক্তভোগী মাসুদ রানা জানান। এ ঘটনায় সেচপাম্প মালিক মাসুদ রানা বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।