শেরপুর নিউজ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী।
এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা জামায়াতের আমীর মাও. দবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মুস্তাফিজ নাসিম, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আব্দুস সাত্তার, সাংবাদিক সবুজ চৌধুরী, সুজিত বসাক,মো. নাহিদ আল মালেক, আব্দুল হান্নান রোকন প্রমুখ।
সভায় শেরপুর উপজেলায় শান্তিপুর্ণ ও সুষ্ঠ পরিবেশে শারদীয় দুর্গাপূজা আয়োজনের জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।