শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ায় চালের বস্তায় পাওয়া গেছে দেড়শ’ বোতল ফেনসিডিল। একটি বাসে চালের বস্তায় ফেনসিডিল গুলো লুকিয়ে ঢাকার দিকে নেওয়ার পথে পাওয়া যায়। এ ঘটনায় মাদক কারবারি অমল চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অমল চন্দ্র বিশ্বাস ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সোলারবন্দর এলাকার অর্জুন বিশ্বাসের ছেলে।
র্যাব সূত্র জানায়, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি বাসে ফেনসিডিল নিয়ে যাচ্ছে একজন মাদক কারবারি গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাবের একটি টিম গতকাল শুক্রবার রাত পৌনে ২ টার দিকে বগুড়া সদরের ঠেংগামারা এলাকায় চেকপোস্ট বসায়।
এরপর সেখানে একটি বাস থামিয়ে তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি অমলের কাছে থাকা চালের বস্তায় রাখা ১৫০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও একটি সিম উদ্ধার করা হয়। সেইসাথে মাদক কারবারি অমল চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।