শেরপুর নিউজ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা প্রতিশোধ নিব না, কারণ প্রতিশোধ নেয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেয়া।’ শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে অনুষ্ঠিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামাত আমির বলেন, ‘আইন যেখানেই হাতে তুলে নেয়া হয়েছে, সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যা যুগ যুগ ধরে চলতে থাকে।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি হোক। তবে, যিনি যে অপরাধ করেছেন, তাকে নির্দিষ্ট অপরাধের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি পেতে হবে। বেআইনিভাবে নয়, যেমন রক্ষীবাহিনী খুন করেছে, তেমন নয়।’
তিনি আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যদি আইন বাংলাদেশে কার্যকর হয়, তাহলে ইনশাআল্লাহ, আগামী বাংলাদেশ আর পথ হারাবে না।’ জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত যদি কোনো অপশক্তি আমাদের মুক্তির পথে বাধা দেয়, তবে তারা প্রতিহত হবে।’
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে জামাত প্রধান বলেন, ‘মৌলিক ইস্যুতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দল নিজ নিজ জায়গা থেকে রাজনীতি করবে এবং বর্তমান সরকারের প্রয়োজনীয় সমালোচনা করবে।’
শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন। মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, তাই তাদের কাজ শক্তিশালীভাবে করতে হবে।’
তিনি বলেন, ‘যুদ্ধের পর থেকেই মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিগত সাড়ে ১৫ বছরে ক্ষমতায় থাকা ব্যক্তিরা জাতিকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল বলে নিজেদের মুখে দাবি করেছেন, কিন্তু এর বিনিময়ে তারা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন।’
জামায়াত ইসলামীর আমির আরো জানান, ‘জামায়াতে ইসলামের ওপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে। অনেক নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।’
সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির শাহীনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ অন্যরা।