Home / রাজনীতি / ‘ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে জামায়াত’

‘ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে জামায়াত’

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এ দেশের জাতীয় বীর বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতারা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাদের অবদান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজিত লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও শহীদ পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মুফতি মাওলানা মুজিবুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজাসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শিহ মিয়া। এ ছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন- লালমনিরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. হামিদুর রহমান। মতবিনিময় শেষে নগদ ১ লাখ টাকা করে ৫ শহীদ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

Check Also

নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Contact Us