শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় চার থানাসহ ট্রাফিক বিভাগে নতুন অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার জেদান আল মুসার সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়৷
অফিস আদেশ অনুযায়ী, সদর কোর্টের ইন্সপেক্টর এস এম মঈনুদ্দীনকে সদর থানার অফিসার ইনচার্জ, বগুড়া পুলিশ অফিসের ওয়াদুদ আলমকে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামকে শেরপুর থানার অফিসার ইনচার্জ এবং নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলামকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সাথে সদর ট্রাফিকে অ্যাডমিন হিসেবে সালেকুজ্জামান খাঁনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুস শুকুরকে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদকে শিবগঞ্জ সার্কেল অফিসে এবং মাহবুবুর রশিদকে সদর ট্রাফিকে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জ, ধুনট, সোনাতলা, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়।