Home / বগুড়ার খবর / বগুড়ায় ১৬ দিনে ৮ খুন

বগুড়ায় ১৬ দিনে ৮ খুন

 

শেরপুর নিউজ ডেস্ক : আবার অশান্ত হয়ে উঠেছে বগুড়া। জোড়ায় জোড়ায় খুনের ঘটনা ঘটছে। এতে জনমনে আতংক দেখা দিয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়ায় ২টি জোড়া হত্যাকান্ডসহ ১৬ দিনে ৮ টি হত্যার ঘটনা ঘটেছে। তবে একের পর এক নৃশংস খুনের ঘটনা ঘটলেও অধিকাংশ খুনিই রয়েছে অধরা। হত্যা মামলাগুলোর তদন্তেও তেমন কোন অগ্রগতি নেই।

একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব, গ্রুপিং, চাঁদাবাজি ও জমি-জমা নিয়ে বিরোধসহ নানা কারণে বগুড়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটছে। তবে শহরে আধিপত্য বিস্তার নিয়ে বেশি আর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের কারণে বেশি খুনোখুনি হচ্ছে।

চলতি মাসে বগুড়ায় সবচেয়ে আলোচিত দুটি জোড়া খুনের ঘটনা ঘটে। এর মধ্যে একটি শাজাহানপুরে ও অন্যটি বগুড়া সদরে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল মন্ডলপাড়ায় একটি মুরগির খামারের সামনে সাগর বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (৩৩) ও তার সহযোগী স্বপন (২৮)কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে কুপিয়ে সাগর ও তার সঙ্গী স্বপনকে নৃশংসভাবে হত্যা করে চলে যায়। সাগরের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি মাদকসহ ১৫টির বেশি মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে । তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

এ সময় সাগরের অপর সহযোগী মুক্তার হোসেন (৩৬) গুরুতর আহত হয়েছে। তার হাতের কবজি কেটে ফেলা হয়। স্থানীয়রা আরও জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত শাবরুল এলাকায় খুনের ঘটনা ঘটে আসছিল। এর ধারাবাহিকতায় কয়েক বছর আগে শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনাও ঘটে।

এদিকে, গত ৯ সেপ্টেম্বর রাতে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের কাছে এলোপাথারীভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে হত্যা করা হয়। এরপর মিজানের অনুসারিরা ঘাতক সন্দেহে ঘটনাস্থলেই পিটিয়ে প্রতিপক্ষের সানোয়ার হোসেন লেদো নামে আরও একজন গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে মিজানের অনুুসারীরা সেখানেও লেদোকে আরেক দফা মারধোর করলে তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে যুবদলের বহিস্কৃত এক নেতার নেতৃত্বে মিজানকে খুন করা হয়েছে। এ হত্যার ঘটনায় ডিবি পুলিশ ২ জনকে গ্রেপ্তার করলেও অধিকাংশ আসামিরা রয়েছে এখনও অধরা।

অপরদিকে, গত ১০ সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের জয়পুরপাড়ায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে লোহা ব্যবসায়ী রানার মিয়া (৩৫) কে ছুরিকাঘাতে খুন করে। এ সময় স্বামীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার স্ত্রী রোজিনা বেগমকেও ছুরি মেরে হত্যার চেষ্টা করে। এ হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অগ্রগতি হয়নি মামলার তদন্তেও। এছাড়া, শহরতলির কৈচড় স্কুল মাঠে রিয়াদ নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ হত্যার ঘটনায় জিম নামে একজনকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ আসামি পলাতক রয়েছে। সেইসাথে গত ৭ সেপ্টেম্বর রাতে সোনাতলা উপজেলার সিহিপুর দক্ষিণপাড়ায় দুলাল মিয়া নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করা হয়। এ খুনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও ১৬ দিন পার হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, বগুড়ার কাহালুতে বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির সময় বড় ভাইয়ের স্ত্রী রওশন আরা বেগম (৬০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের বানিয়াদিঘী পূর্বপাড়া গ্রামে। রওশন আরা বেগম ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সেকেন্দারের ছোট ভাই আব্দুল মজিদ ও তার ভাতিজা রাফিকে আটক করেছে।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, পূর্ব শত্রতার জের ধরে বগুড়ায় খুনের ঘটনা ঘটছে। তবে পুলিশ এ সব হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। ইতোমধ্যে গোকুলের মিজানুর রহমান মিজান খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পুলিশের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে।

Check Also

কাহালুতে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে দুই স্কুলছাত্রী হাসপাতালে

  শেরপুর নিউজ ডেস্ক: প্রচন্ড গরম আর বিদ্যুতের চরম লোডশেডিংয়ে ক্লাস চলাকালীন কাহালু তাইরুন্নেছা বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us