Home / দেশের খবর / জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো মধুপুরের আনারস

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো মধুপুরের আনারস

শেরপুর নিউজ ডেস্ক : জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুরের অঞ্চ‌লের আনারস।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মুনিম হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। জেলা প্রশাসকের পাঠা‌নো আবেদনের প‌রিপ্রেক্ষিতে ৩১ নম্বর শ্রেণিতে পণ্যটি জিআই-৫২ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

জানা যায়, আনারসের রাজধানী হিসেবে খ্যাত মধুপুর গড়াঞ্চল। বাংলাদেশে সর্ব প্রথম আনারস চাষের গোড়াপত্তন হয় ১৯৪২ সালে। মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের লোকজন প্রথম আনারস চাষ করেন। মেঘালয় থেকে ৭৫০টি চারা এনে চাষ শুরু করেন। ওই চাষকে সমৃদ্ধ করে বতর্মানে দেশের বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়। শত বছরের ঐতিহ্য-ইতিহাসের সঙ্গে মিশে আছে সুস্বাদু এ আনারস। মধুপুরের জলছত্র বাজারটি আনারসের বিখ্যাত হাট। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয় থাকে এখানে। দেশের বিভিন্ন স্থানের পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আনারস কিনে নিয়ে যান।

আনারস চাষি আলতাফ হো‌সেন জানান, ৬ বিঘা জমিতে আনারস চাষ করেছি। এতে সব মি‌লি‌য়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। বর্তমান যে বাজার সেই অনুযায়ী খরচ বাদ দিয়ে এক থেকে দেড় লাখ টাকা লাভের আশা ক‌র‌ছি।

Check Also

নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনসহ ৪ কমিশনার নিয়োগ

শেরপুর নিউজ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একজন প্রধান নির্বাচন কমিশনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =

Contact Us