শেরপুর নিউজ ডেস্ক:
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর শঙ্কায় ছিল ইংল্যান্ড। তবে টানা দুই জয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে।
লর্ডসে বৃষ্টির কারণে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানের সূচনা করে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট ২২ ও তিন নম্বরে নামা উইল জ্যাকস ১০ রানে আউট হলে তৃতীয় উইকেটে আরেক ওপেনার বেন ডাকেটকে নিয়ে ৫৩ বলে ৭৯ রানের জুটির গড়েন ব্রুক। ওয়ানডেতে পঞ্চম ফিফটি তুলে ৬২ বলে ৬৩ রানে আউট হন ডাকেট।
ডাকেট ফেরার পর জেমি স্মিথকে নিয়ে ৪৭ বলে ৭৫ রান তুলে ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ব্রুক। ৫৮ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৮৭ রান করেন ব্রুক। স্মিথ ২৮ বলে ৩৯ রানে ফিরেন।
নির্ধারিত ৩৯ ওভারে ৫ উইকেটে ৩১২ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান ইংলিশদের। ২৭ বলে অপরাজিত ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন।
৩১৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ৬৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। নবম ওভারে হেডকে ৩৪ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে ব্যাটিং ধস নামান পেসার ব্রাইডেন কার্স। এরপর কার্সের সাথে ম্যাথু পটস ও জোফরা আর্চারের তোপে পড়ে ২৪.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
হেডের সর্বোচ্চ রানের পর দলের পক্ষে মার্শ ২৮, অ্যালেক্স ক্যারি ১৩ ও সিন অ্যাবট ১০ রান করেন। পটস ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। এছাড়া কার্স ৩টি ও আর্চার ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রুক।