সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই জন নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে জেলার সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেংগামারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া জেলার সদর উপজেলার নামাজগড় এলাকার মৃত লিটন আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৬) এবং একই এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী বিথী খাতুন (৩৫)।

বরিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে সদরের সাতমাথার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে দুই নারী মাদক ব্যবসায়ি। র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার সদর উপজেলার ঠেংগামারা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে দুই নারী মাদক ব্যবসায়ির কাছে বিশেষ কায়দায় ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করে।

 

র‍্যাব-১২ আরো জানান, অভিযানে একটি মোবাইল, একটি সীম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদেরকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

Check Also

সোনাতলায় একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় একমাত্র ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =

Contact Us