সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

 

‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যতে বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ শতাধিক শিশুর প্রাণবন্ত অংশগ্রহণে এই আয়োজন হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবছর সরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়। কারণ আজকের শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে। তাদের এখন থেকেই সুষ্ঠুভাবে গড়ে তোলার দায়িত্বও আমাদের। তিনি বলেন প্রতিটি শিশুই মেধাবী এবং তাদের প্রত্যেকের মাঝে সুপ্তভাবে লুকায়িত থাকে নানা প্রতিভা যা শুধুমাত্র আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ করে দিতে হবে নতুন নতুন ক্ষেত্রে যেন তারা নিজেদেরকে বিকশিত করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ও উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাড. পলাশ খন্দকার।

সাংস্কৃতিক কর্মী সাঈদ যোবায়ের পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের প্রতিনিধি হিসেবে মঞ্চে আসন গ্রহণসহ নিজেদের অধিকার ও স্বপ্ন নিয়ে কথা বলেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাইয়াজ রুপান্তর এবং ৭ম শ্রেণীর শিক্ষার্থী রামিশা মালিহা। সভা পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।প্রেস বিজ্ঞপ্তি

Check Also

বগুড়া লেখক চক্রের আয়োজনে তিনকবির কবিতাসন্ধ্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া লেখক চক্রের আয়োজনে তিনকবির কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। তিন কবি হলেন কবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =

Contact Us