Home / বিনোদন / আইফা অ্যাওয়ার্ড ,সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

আইফা অ্যাওয়ার্ড ,সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

 

শেরপুর নিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ঝলমলে আসরে বসেছিল বলিউড তারকাদের মেলা। উপলক্ষ্য ছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড।

 

বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাব জিতেছেন শাহরুখ খান। অন্যদিকে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানি মুখার্জি।

বক্সঅফিস মাত করা সিনেমা ‘জওয়ান’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি।

 

এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেয়া হয়েছে।

এদিকে সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেছে।

এক নজরে দেখে নেওয়া যা কে কি পুরস্কার জিতলেন-

সেরা সিনেমা: অ্যানিমেল

সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল)

আরো পড়ুন: প্রিয়াঙ্কার বাড়িতে ইনকাম ট্যাক্সের হানা, দরজা খোলেন শহিদ!

সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল

সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল

সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)

সেরা সংগীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)

সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)

সূত্র: হিন্দুস্তান টাইমস

Check Also

‘দর্শক আমাকে গ্রহণ করছে আগের মতোই’

শেরপুর নিউজ ডেস্ক: চাইলেই ফিরে আসা যায়, প্রমাণ দিলেন আনিকা কবির শখ। ছোট পর্দার এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Contact Us