শেরপুর নিউজ ডেস্ক:
গত ২৮ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচির পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলাগুলো সন্ত্রাসবিরোধী আইনে (এটিএ) দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরকেও।
মামলায় ইমরানের বিরুদ্ধে আদিয়ালা কারাগার থেকে বিক্ষোভের ডাক দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ইমরান খান কারাগার থেকে জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমর্থকদের বিক্ষোভে উস্কানি দিয়েছিলেন। মামলায় নিউ টাউন ও সিভিল লাইন থানায় ১৪৪ ধারা লঙ্ঘনের পাশাপাশি খুনের চেষ্টা, সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পাঞ্জাব সরকার ইমরান খান ও তার সমর্থকদের বিরুদ্ধে জাতীয় প্রতিষ্ঠানের সমালোচনা, ভাঙচুর এবং পাথর ছোড়াসহ সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে।
ক্রমবর্ধমান উত্তেজনা এবং উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশের মধ্যেই মামলাগুলো করা হলো। যা পিটিআই নেতৃত্বের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন