সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল:১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল:১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

 

শেরপুর নিউজ ডেস্ক:

জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে (উপসচিব) শাস্তি দেয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র সচিব জানান, জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদফায় দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ পদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী আযমের কক্ষে হট্টগোল করেন তারা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা।

Check Also

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

শেরপুর নিউজ ডেস্ক: দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =

Contact Us