শেরপুর নিউজ ডেস্ক:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত কার্যকর করেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি।