Home / রাজনীতি / দেশব্যাপী সিপিবির নতুন কর্মসূচি ঘোষণা

দেশব্যাপী সিপিবির নতুন কর্মসূচি ঘোষণা

 

শেরপুর নিউজ ডেস্ক:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি, সর্বত্র সম্প্রীতি রক্ষা, দুর্নীতি-লুটপাট-দখলদারিত্ব বন্ধ, পাচারের টাকা-খেলাপী ঋণ আদায়সহ একগুচ্ছ দাবিতে আগামী ৪-৫ অক্টোবর (শুক্র-শনিবার) দেশব্যাপী সমাবেশের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

একইসঙ্গে শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি, কৃষক-ক্ষেতমজুরের স্বার্থে নীতি প্রণয়ন, সবার জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য-শিক্ষার নিশ্চয়তা, কালাকানুন আইন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ গণতান্ত্রিক সংস্কারের আলোচনা শুরু, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসন রুখে দাঁড়ানোর দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১ অক্টোবর) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে উল্লেখিত দাবিসহ স্থানীয় দাবিতে আগামী ৪ ও ৫ অক্টোবর দেশের সব উপজেলা, জেলা ও ইউনিয়নে সমাবেশ সফল করে গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানিয়েছেন।

Check Also

জানুয়ারিতেই ফিরছেন তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জানুয়ারিতে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনতারিখ চূড়ান্ত না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us