Home / অর্থনীতি / রেমিট্যান্স বাড়লো ৮০ দশমিক ২০ শতাংশ

রেমিট্যান্স বাড়লো ৮০ দশমিক ২০ শতাংশ

 

শেরপুর নিউজ ডেস্ক:

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে দেশে ২,৪০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই মাসের তুলনায় যা ৮০ দশমিক ২০ শতাংশ বেশি। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসী কর্মীদের কাছ থেকে ১,৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৪০৫ মিলিয়ন মার্কিন ডলারে। ৮০ দশমিক ২০ শতাংশ যা বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৬,৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৪,৯০৭ মিলিয়ন মার্কিন ডলার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশে ব্যাপক আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। সেটা পূরণে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসীরা। এতে দেশের রিজার্ভ বাড়ছে।

Check Also

আলু ও পেঁয়াজের দামে অস্বস্তি

শেরপুর নিউজ ডেস্ক: বাজারে স্বস্তি ফেরাতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরও লাফিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

Contact Us