Home / পরিবেশ প্রকৃতি / বলয়গ্রাস সুর্যগ্রহণ হচ্ছে আজ

বলয়গ্রাস সুর্যগ্রহণ হচ্ছে আজ

শেরপুর নিউজ ডেস্ক: আজ পৃথিবীর বেশ কিছু অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। পৃথিবীর অনেক অঞ্চলে এটাকে অগ্নিবলয়ের মতো দেখা যাবে। অর্থাৎ চাঁদ সূর্যের কেন্দ্রীয় অংশকে ঢেকে ফেলবে।

তবে চাদের চারপাশ থেকে আগুনের আংটি বলয়ের মতো সূর্য দৃশ্যমান হবে। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে।

এটি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দীর্ঘ সময়ের জন্য আংশিক এবং বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। এই গ্রহণটি প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনার দেখতে।

বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে না। যারা সরাসরি লাইভ দেখতে চান, তারা Space.com-এর সাইটে গ্রহণটি সরাসরি দেখতে পারবেন। গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট থেকে। তবে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১০টা ৩ মিনিট থেকে ১১টা ৯ মিনিটের মধ্যে।

উল্লেখ্য, যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ ঘটে। আজকের গ্রহণে চাঁদ সূর্যের পুরো অংশ ঢাকতে পাড়বে না, কারণ এটি পৃথিবী থেকে কিছুটা দূরে অবস্থান করছে। ফলে সূর্যের চারপাশে উজ্জ্বল একটি আংটির মতো অংশ দেখা যাবে। এটাকে বলে রিং অব ফায়ার বা অগ্নিবলয়।

Check Also

বিপদসীমার ওপরে তিস্তার পানি,খোলা হলো ৪৪ জলকপাট

শেরপুর নিউজ ডেস্ক: উজানের ঢল আর তিন দিনের টানা বৃষ্টিতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =

Contact Us