Home / দেশের খবর / সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায় ঢাকা ও নয়াদিল্লি

সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায় ঢাকা ও নয়াদিল্লি

শেরপুর নিউজ ডেস্ক :

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ঢাকা ও নয়াদিল্লি। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে

বৈঠককালে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

 

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

সূত্র: বাসস

Check Also

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =

Contact Us