সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / বগুড়ায় আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ফুলতলা এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো: ঝন্টু ও সোলাইমানের ছেলে মো: মানিক এবং শাজাহানপুরের চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে মো: বাপ্পী। এদের মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুইটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুইটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আসামিদের গ্রেপ্তার করায় ওই এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Check Also

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us