সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পূজার গান নিয়ে হাজির বারিশ হক

পূজার গান নিয়ে হাজির বারিশ হক

শেরপুর নিউজ ডেস্ক:

নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশ হক। এর বাইরে তিনি এখন দেশের জনপ্রিয় একজন ব্র্যান্ড প্রোমোটার, যা নিয়ে এখন ব্যস্ত সময় যাচ্ছে তার। তাই সেভাবে আর অভিনয় ও নাচ করতে দেখা যায় না তাকে।

এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ইউটিউবে বারিশের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘লাগছে কেমন’।

গানটি লিখেছেন ও টোন করেছেন সিকে দে চয়ন। গানটি মুক্তি পেয়েছে ৩ অক্টোবর, ইনডেক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।

গানটি গেয়েছেন জয় জেসওয়াল, স্নিগ্ধা রিতা রায় ও অনিন্দিতা সাহা অথি।

নিজের নতুন গান নিয়ে বারিশ কালবেলাকে বলেন, অকেশন ছাড়া এখন আর সেভাবে নাচ করা হয় না। তাই এবার দুর্গাপূজায় সুযোগ পেয়েই নতুন একটি গানে নৃত্য করলাম। কাজটি করে আমি অনেক আনন্দিত। কারণ আমার সনাতন ধর্মের বন্ধু ও ভক্তদের জন্য কাজটি করেছি। আমার পক্ষ থেকে তাদের জন্য পূজার উপহার এই গান ‘লাগছে কেমন’। গানটির নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এই গানের জন্য বারিশকে ওজনও কমাতে হয়েছে অনেক। কারণ মাতৃত্বের পর তার ওজন বেড়ে যায়। এ কারণে কঠোর পরিশ্রম করতে হয় তাকে। নতুন এই গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

Check Also

‘বিয়ে করতে খুব বেশি দেরি নেই,

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় বাংলার ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us