শেরপুর নিউজ ডেস্ক:
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ার শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরপুর উপজেলা চত্ত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচদেউলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল করিম, শেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উলিপুর আমেরিয়া সমতুল্লাহ ফাযিল মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, মহিপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, ধর্মকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক শামীম হোসেন, বেলাল হোসেন প্রমুখ।