শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খুব অসুস্থ। তার রোগমুক্তি কামনায় সবাই দোয়া করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরতে পারেন তার জন্যও দোয়া করবেন।