সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / ‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

শেরপুর নিউজ ডেস্ক:

মেডিয়েশন বা মধ্যস্থতা সমাজে শান্তি স্থাপনের একটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

শনিবার (৫ অক্টোবর) বিশ্বসাহিত্য কেন্দ্রে মেডিয়েশন ও সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা একথা বলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস), বাংলাদেশ ইন্ডিয়া-মেডিয়েটর্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

এতে বক্তারা বলেন, সমাজে সাংবাদিকদের কাজ হচ্ছে জনসাধারণকে অবহিত করা। সাংবাদিকেরা বর্তমান ঘটনা, রাজনীতি, সামাজিক সমস্যা, সমসাময়িক পরিস্থিতিসহ আরও অনেক কিছু জনসাধারণের কাছে তুলে ধরেন। জনসাধারণকে তথ্য সরবরাহ করে থাকেন। তারা একটি পাবলিক ফোরামে মিডিয়া আউটলেট হিসাবে কাজ করে।

বিভিন্ন কণ্ঠস্বর, মতামত, গণতান্ত্রিক বিতর্ক প্রচার করে থাকে। ফলে সবকিছু মিলিয়ে সাংবাদিকরা সমাজে মধ্যস্থতাকারী বা মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকে।

বক্তারা আরো বলেন, মেডিয়েশন বা মধ্যস্ততা সমাজে প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা মেডিয়েটিরদের সঙ্গে বহুমাত্রিক কাজ করতে পারেন। যা সমাজে মেডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক জর্জ ভিক্টর বলেন, মেডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা প্রায়ই বিভিন্ন সমস্যার ওপর একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তারা মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন কাজ করতে পারেন। যেমন- আন্তর্জাতিক সংঘাতের কভারেজ (শান্তি আলোচনা, কূটনৈতিক সংলাপ)। স্থানীয় দাবি-দাওয়া বা সামাজিক আন্দোলনের মত বিষয়েও মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা কাজ করতে পারেন। সাংবাদিকরা ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মো. মাসউদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন-পুলিশের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরী, জাপানের মেডিয়েশন বিশেষজ্ঞ অধ্যাপক মাসাকো, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞ বিজয় ভারতীয়া। এছাড়া প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের সাংবাদিক ডেভিড দেবদাস, নেপালের অ্যাক্রিডিটেড মেডিয়েটর সিমরান নাপিত, ভারতের অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়, অধ্যাপক রমা হালদার।

উপস্থিত ছিলেন এসআরএফের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বাবী, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, মো. দিদারুল আলম। আন্তর্জাতিক এ কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরাও অংশগ্রহণ করেন।

Check Also

তথ্য মন্ত্রণালয় সংস্কারে সার্চ কমিটি গঠন

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

Contact Us