শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা শহর ও জেলার আওতাধীন সব নদ-নদী ও খাল দখল-দূষণমুক্ত করে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে ঢাকা জেলা প্রশাসন। এলক্ষ্যে রাজউকের মাস্টারপ্ল্যানের ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনাকে বেজ ধরে আশপাশের এলাকার জন্য পরিকল্পনা তৈরি করতে চায়। কর্মপরিকল্পনা ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চায়।
শনিবার পুরান ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলো অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় এই ধারণা আলোচনা করা হয়। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে ওই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় আলোচনা হয়, ঢাকা জেলার আওতায় ২১৩টি খাল ও ২০টি নদ-নদী শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। নানামুখী দখল-দূষণের কারণে এসব অস্তিত্ব হারাচ্ছে। যার ফলে জলজট, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এ অবস্থার উত্তরণে নদ-নদী ও খালগুলোর দখল-দূষণ ও সংরক্ষণে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। আরও বলা হয়, নদ-নদী ও খালগুলোকে প্রথমে দখল ও দূষণমুক্ত করা হবে। এরপরে সেসব টেকসই সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে নদ-নদী এবং খালগুলোকে টেকসই দখল ও দূষণমুক্ত করা সম্ভব হবে। সেজন্য সরকারের নির্দেশনার আলোকে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা বিশেষভাবে ভাবা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত কর্মশালায় জানান, ঢাকা জেলায় বর্তমানে ২০টি নদ-নদী রয়েছে। সেগুলো হলো-আদি বুড়িগঙ্গা, বালু, বংশাই, বংশী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালি, ইছামতি, ইলিশমারী, জয়পাড়া, কালীগঙ্গা, কর্ণতলী, পদ্মা, শিং, শীতলক্ষ্যা, তুলসীখালী, টঙ্গী, তুরাগ, নুরানী গঙ্গা এবং নড়াই। একই সঙ্গে নদ-নদীগুলোর বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায় বিষয়ে পরামর্শ দেন।