সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই,পূজা হবে নির্বিঘ্নে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই,পূজা হবে নির্বিঘ্নে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যেন ভালোভাবে নির্বিঘ্নে হয়, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পূজামণ্ডপে পাঠিয়েছি। এ ছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসিসহ প্রশাসনে যারা রয়েছেন, সবাইকে আমরা নির্দেশনা পাঠিয়েছি।

তিনি আরও বলেন, পূজা কমিটি ভালো আয়োজন করেছে। তারা এখানে ২৪ ঘণ্টা সেচ্ছাসেবী দিয়েছে। এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পূজা নির্বিঘ্নে হবে।

এ সময় উসকানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Check Also

তিন পার্বত্য জেলা পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

শেরপুর নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আগামী ৮ অক্টোবর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Contact Us