Home / আইন কানুন / ৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে স্মারকলিপি

৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে স্মারকলিপি

শেরপুর নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত হাইকোর্ট বিভাগে কর্মরত ৩০ বিচারপতিকে দুর্নীতিবাজ, দলকানা আখ্যা দিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ চেয়েছেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে ‘চার্টার অব ডিমান্ড’ কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন থেকে তাদের অপসারণের আলটিমেটাম দেয়া হয়।

১৮ অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের এসব বিচারপতির পদত্যাগ বা অপসারণ চেয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, এখনো ৩০ জন দলবাজ বিচারপতিকে বিদায় করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। সরকার ইচ্ছা করলে তাদের বিদায় করতে পারে। আমরা কাউকে টেনেহিঁচড়ে নামাতে চাই না, এটা ভালো নজির হবে না। বিচারপতিদের বলব, আপনারা দয়া করে পদত্যাগ করুন। তা না হলে আমরা আপনাদের নামাতে বাধ্য হব, সেটা ভালো নজির হোক বা খারাপ।

আইনজীবী মামুন মাহবুব বলেন, ৩০ বিচারপতি নিয়োগ পাওয়ার পর এবং শপথ নেয়ার পর ইন্টেলেকচুয়াল দুর্নীতি করেছে। সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছে। তারা দলীয় আনুগত্য প্রকাশ করেছে। সেই তালিকা আমরা প্রধান বিচারপতির কাছে দিয়ে এসেছি। প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক।

Check Also

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =

Contact Us