শেরপুর নিউজ ডেস্ক: ৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। তিনি একটি অ্যাপ নিয়ে সমস্যায় পড়েছেন।
অ্যাপটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, অর্থ বিনিয়োগ করলে তা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা; কিন্তু তা হয়নি, বরং কোটি কোটি টাকা খুইয়েছেন ব্যবহারকারীরা। এই অ্যাপ ব্যবহার করে প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।
অ্যাপটির প্রচারণা করেছিলেন এই অভিনেত্রী। এজন্যই তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। শুধু রিয়া নন, এই অ্যাপের প্রচার করে বিপাকে পড়েছেন ভারতী সিং, এলভিশ যাদবও। তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, রিয়া চক্রবর্তী, সৌরভ জোশী, অভিষেক মালহান, পূরব ঝা, এলভিশ যাদব, ভারতী সিং, দিলরাজ সিং রাওয়াত সোশ্যাল মিডিয়ায় অ্যাপটির প্রচার করেছিলেন।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর। পুরোনো বিতর্ক ভুলে নতুন করে কাজ শুরু করেছেন রিয়া চক্রবর্তী। এর মধ্যে আবার বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।