Home / দেশের খবর / জয়পুরহাটে তুলির আঁচড়ে ফুটে উঠেছেন দেবী দুর্গা

জয়পুরহাটে তুলির আঁচড়ে ফুটে উঠেছেন দেবী দুর্গা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে তুলির আঁচড়ে ফুটে উঠেছেন দেবী দুর্গা। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের প্রতিমাশিল্পীরা।
গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা প্রচারিত হয়েছে মর্ত্যলোকে। চীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেবীর ভক্তকুল।

ইতিমধ্যে বাঁশ-খড়ের কাঠামোতে মাটির আস্তরণে অবয়ব পেয়েছেন দেবী দুর্গা। এখন চলছে প্রতিমা রঙের কাজ। শিল্পীদের হাতে রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ অসুরসহ অন্যান্য প্রতিমা। সনাতন শাস্ত্রমতে, এ বছর দেলা বা পালকীতে দেবী দুর্গার আগমন ঘোটবে।

কথা হয় পৌর এলাকার তাজুরমোড় প্রতিমাশিল্পী শ্রী সুজন ভাস্কর (৪৫) এর সঙ্গে। তিনি জয়পুরহাট তাজুরমোড় দুর্গা মন্দিরে প্রতিমা তৈরির করছে। দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিমা তৈরি করছেন তিনি। তিনি বলেন, গত বছর থেকে এই বছর কাজের চাপ একটু বেশি। এ বছর জয়পুরহাটে দুর্গা মন্দিরে প্রতিমা সহ ৮/৯টি প্রতিমা তৈরির কাজ করছি।

প্রতিমাশিল্পী শ্রী সুজন ভাস্কর বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ করেছি। এখন প্রতিমা রং ও সাজসজ্জার কাজ করছি। আশা করছি সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়ের আগেই মন্ডপে প্রতিমা বসানো হবে। তিনি আরও বলেন, একটি বড় মূর্তি তৈরি করতে সময় লাগে সাত থেকে ১০ দিন। অন্যদিকে এক একটি ছোট মূর্তি তৈরি করতে সময় লাগে ৪ থেকে ৬ দিন।
কথা হয় তাজুরমোড় মন্দির কমিটির সাধারন সম্পাদক শিতল মজুমদারের সঙ্গে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরের মতো এবারও উৎসবটি জাঁকজমকভাবে উদযাপন করা হবে। তবে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা উদযাপন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. ঋষিকেশ বলেন, এই বছর জয়পুরহাট জেলায় ২৮৯টি মন্দিরে দুর্গা পূজা উদযাপন হব।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

Check Also

পিটার হাস পুনরায় ঢাকায়,প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পুনরায় বাংলাদেশে এসেছেন। তবে এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + two =

Contact Us