Home / দেশের খবর / পুলিশের ছয় ডিআইজিকে বদলি

পুলিশের ছয় ডিআইজিকে বদলি

শেরপুর নিউজ ডেস্ক:

পুলিশের ছয়জন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।

বদলি হওয়া ডিআইজিদের মধ্যে- পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমান এবং বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. নাজমুল করিম খানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে টিডিএসের কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে পুলিশে ব্যাপকভাবে রদবদলের ঘটনা ঘটছে।

Check Also

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণায় অভিযোগ জানানোর আহ্বান

শেরপুর নিউজ ডেস্ক: কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =

Contact Us