শেরপুর নিউজ ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে দুস্থ নারীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উদ্যোগে মঙ্গলবার (০৮অক্টোবর) সন্ধ্যায় এই শাড়ি কাপড় বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক, মন্দির কমিটির অন্যতম সদস্য দিলীপ কুমার দেব, নিমাই ঘোষ, স্বপন চক্রবর্তী, প্রদূত চাকি প্রমূখ তাঁর সঙ্গে ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ নারীদের মাঝে আড়াইশ’ শাড়ী কাপড় বিতরণ করেন মন্দির কমিটির সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।