শেরপুর নিউজ ডেস্ক:
ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বৈরুতের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। পাল্টা প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ হাইফা শহর ও এর আশপাশে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই যুদ্ধ এখন দ্বিতীয় বছরে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। হাজার হাজার আহত এবং প্রায় ৫০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকা থেকে ১০ লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। খবর আরব নিউজের।
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সীমান্ত এলাকায় আকাশ থেকে নজরদারি জোরদার করেছে এবং বৈরুতের বিমানবন্দরসহ সিরিয়ার সঙ্গে স্থলসীমান্তে কড়া পর্যবেক্ষণ চালাচ্ছে। এর পাশাপাশি সমুদ্রসীমাতেও টহল দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই জানিয়েছেন, ‘দক্ষিণের আল-ওয়ালি নদীর লাইন থেকে সমুদ্রের কাছে কাউকে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে।’ ইসরায়েলি সেনাবাহিনী শিগগিরই সমুদ্রসীমায় হিজবুল্লাহর কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
ইসরায়েলি সেনাদের দাবি, মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক কমান্ডার সুহাইল হোসেন হুসেইনকে বৈরুতের উপকণ্ঠে এক নির্ভুল বিমান হামলায় হত্যা করা হয়েছে। হুসেইন হিজবুল্লাহর একটি রসদ সরবরাহকারী ইউনিটের প্রধান ছিলেন। এই ইউনিটটি ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহের কাজে নিয়োজিত ছিল।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফা ও ক্রায়োট শহরে ১০৫টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এই হামলায় ১২ জন আহত হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ৩০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিফিল জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের বারবার অনুরোধ সত্ত্বেও তাদের অবস্থান ত্যাগ করবে না। তারা বলেছে, ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করে যাবে।
হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি শেখ নাইম কাসেম তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিরোধ শক্তিশালী রয়েছে এবং আমরা বিজয়ী হবো।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধের ময়দানে যা ঘটছে, তা আমাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে, আর আমরা কোনো শান্তির আবেদন শুনবো না।’
ইতোমধ্যে, কাতারের একটি ত্রাণবাহী বিমান লেবাননে পৌঁছেছে। এর মাধ্যমে জরুরি ওষুধ, খাদ্য এবং আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে।