সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ‘দরদ’-এর গল্প মিলে গেলেই কোটি টাকা পুরস্কার

‘দরদ’-এর গল্প মিলে গেলেই কোটি টাকা পুরস্কার

শেরপুর নিউজ ডেস্ক:
সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর মুক্তির তারিখ মঙ্গলবার (৮ অক্টোবর) জানানো হয়। সেইসঙ্গে প্রকাশ পায় অ্যানাউন্সমেন্ট টিজার এবং তা ছিল শাকিবের একের ভেতর অনেক লুকের সমাহার। যা মন কেড়েছে ভক্তদের। ২৪ ঘন্টার মধ্যেই এটি দেখেছেন ২০ লাখেরও বেশি দর্শক।

দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যে জন্য। আমার ভালো লাগল এই প্রথম কোনো সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

সেই সঙ্গে দর্শকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মামুন। কোটি টাকা পুরস্কারের ঘোষণাও দেন। তার কথায়, ‘এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’

রবিবার (৬ অক্টোবর) চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয় ‘দরদ’। বিষয়টি জানিয়ে তখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মামুন লিখেছিলেন, ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। সাব-শিরোনামে লেখা ছিল, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’

জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিব-সোনাল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Check Also

নির্বাচন পদ্ধতি নিয়ে ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব

শেরপুর নিউজ ডেস্ক: এবার নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনটি প্রস্তাব দিলেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আশির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =

Contact Us