সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সিপিবির

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সিপিবির

শেরপুর নিউজ ডেস্ক:
একটি বৈষম্য মুক্ত সমাজ গড়ার সংগ্রামে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ তার গোটা জীবন ব্যয় করেছেন, তিনি ছিলেন বৈষম্যমুক্ত সমাজ গড়ার কারিগর। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত মোহাম্মদ ফরহাদ-এর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে এমন মন্তব্য করেন নেতারা। এসময় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায় দলটি।

সিপিবি নেতারা বলেছেন, আকন্ঠ বিপ্লব পিয়াসী ফরহাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তানি আমলের স্বৈরাচার বিরোধী সংগ্রাম, মহান ভাষা আন্দোলন, ৫৮ সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে তিনি এবং তার প্রিয় পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অবদান সেই বৈষম্য মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছে।

তারা বলেন, নিষিদ্ধ থাকা কমিউনিস্ট পার্টিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তুলে ধরতে পার্টি সিদ্ধান্তকে শিরোধার্য করে তিনি নিরলস কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী বাংলাদেশে আমৃত্যু তিনি, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং বৈষম্য মুক্ত সমাজ তথা সমাজতন্ত্রের সংগ্রামকে অগ্রসর করে নিয়ে গেছেন।

সিপিবি নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের পর বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিল, তারা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। বরং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হয়েছে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখতে। আবার অনেকে সুযোগ বুঝে মুক্তিযুদ্ধকে পরিত্যাগ করতে নতুন নতুন বক্তব্য হাজির করছে। এই অবস্থার অবসান ঘটিয়ে দেশ ও দেশের মানুষের আকাঙ্খা পূরণ করতে পারে নীতিনীষ্ঠ পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের দুই মাস পেরিয়ে গেলেও এসব বিষয়ে দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা ছাড়া সংস্কারের কার্যক্রম এখনো যাবে না। নেতারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে চলমান সংস্কার কার্যক্রম ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, মাহবুবুর আলম, সাজ্জাদ জহির চন্দন, ডা. সাজেদুল হক রুবেল, হাসান তারিক চৌধুরী, বিমল মজুমদার, মোতালেব হোসেন, খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা মাহির শাহরিয়ার রেজা।

Check Also

কাজিপুরে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fifteen =

Contact Us