সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ: গাজা-লেবানন নিয়ে উত্তপ্ত আলোচনা!

নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ: গাজা-লেবানন নিয়ে উত্তপ্ত আলোচনা!

শেরপুর নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ৩০ মিনিটের একটি ফোনালাপ হয়েছে, যেখানে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ‘লৌহবর্মের’ মতো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। বুধবার (৯ অক্টোবর) এই ফোনালাপটি তাদের মধ্যে গত আগস্টের পর প্রথম প্রকাশ্য আলোচনা ছিল।

ফোনালাপের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর বিবিসির।

হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী, এই আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান বাইডেন। ইরান ১ অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালায়। বাইডেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে বাইডেন প্রশাসন এখনো ইরানের তেল বা পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের অনুমোদন দেয়নি, কারণ এটি বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন।

লেবাননে চলমান সংঘর্ষ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন। তিনি কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন এবং লেবাননের বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে আহ্বান জানান।

এছাড়া, গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সংকট নিয়েও বাইডেন উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান। গত এক বছরে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা অঞ্চলটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্রসঙ্গে হোয়াইট হাউজ জানায়, ইসরায়েলকে প্রতি বছর ৩৮০ কোটি ডলার সহায়তা দেওয়ার পাশাপাশি বর্তমান যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত ১ হাজার ৪০০ কোটি ডলারের সহায়তা অনুমোদন করেছে বাইডেন প্রশাসন।

সূত্র: হোয়াইট হাউজ, মার্কিন পররাষ্ট্র দপ্তর

Check Also

মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া, লড়াইয়ের আশঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us